জালাল আহমদ, বিশেষ প্রতিনিধি:
সুপ্রিমকোর্টে একটি রাষ্ট্রীয় অনুষ্ঠানে রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু এর আগমনে পুলিশের পক্ষ থেকে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এতে আইনজীবী এবং বিচার প্রার্থীরা চরম ভোগান্তির শিকার হয়েছেন।
আজ ১৮ ডিসেম্বর সুপ্রিম কোর্ট দিবস উদযাপন উপলক্ষে দুপুর বেলা দেড়টার দিকে সুপ্রিমকোর্টে রাষ্ট্রপতির আগমনে হাইকোর্টের দুইটি গেইট বন্ধ করে দেয়া হলেও প্রধান গেইটটি খোলা রেখেছেন। কিন্তু প্রধান গেট দিয়ে উচ্চ আদালতের আইনজীবী ছাড়া নিম্ন আদালতের আইনজীবী এবং বিচার প্রার্থীদের ঢুকতে দিচ্ছেন না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এতে চরম ভোগান্তির শিকার বিচারপ্রার্থীরা।এক পর্যায়ে মাগরিবের নামাজের সময় পুলিশের ব্যারিকেড ভেঙে হাইকোর্টে ঢুকে পড়ে বিচারপ্রার্থীরা।