রাজধানীর সায়দাবাদের বেনাপোল এক্সপ্রেস ট্রেনে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ইতোমধ্যে ট্রেনের ৪টি বগিতে আগুন ছড়িয়ে পড়েছে।

আজ শুক্রবার (৫ জানুয়ারি) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে।

খিলগাঁও ও পোস্তগোলা ফায়ার স্টেশনের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আরও ১টি ইউনিট ঘটনা স্থলের উদ্দেশ্যে রওনা দিয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এখন পর্যন্ত এ ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেনি কর্তৃপক্ষ। তবে এ ঘটনায় প্রকাশিত একাধিক ভিডিওতে ট্রেনের একটি বগিতে এক যাত্রীর মরদেহ দেখা গেছে।