অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছেন। শুক্রবার জুম্মার নামাজের পর জেলা শহরের ভাদুঘরে এই ঘটনা ঘটে।
আহত ১০ জনের মধ্যে ৫ জনকে উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জুমার নামাযের পর মসজিদের ইমাম হাফেজ আব্দুল আহাদকে আজানের আগে দরুদ পাঠ করতে নিষেধ করেন ভাদুঘর খাদেমপাড়ার মৃত রফিক মিয়ার ছেলে সোহেল মিয়া। এরই জেরে বাগবিতণ্ডা হলে সোহেল একই এলাকার মৃত আলী আফজালের ছেলে দেলোয়ার হোসেন লিটন (৩৫) ও তার ভাতিজাকে মসজিদে এলোপাতাড়ি মারধর শুরু করেন। পরে এনিয়ে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম জানান, দেলোয়ার ও সোহেলের পরিবারের মধ্যে পূর্ববিরোধ ছিল। এরই ধারাবাহিকতায় মসজিদে দরুদ পড়া নিয়ে এই ঘটনা ঘটে।-জাগোনিউজ
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।