শীতে মৌসুমে কাবু উত্তরবঙ্গের একাধিক অঞ্চল। এর মধ্যে সর্বোচ্চ শীত দেখল উত্তরের জেলা পঞ্চগড়। শুক্রবার (২৬ জানুয়ারি) এই জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।
উত্তরের এই জনপদ ভোর থেকেই ঘন কুয়াশার চাদরে ঢাকা। সঙ্গে বইছে হিমশীতল বাতাস। দেখা মিলছে না সূর্যের। গত ৫ দিন ধরেই পঞ্চগড়ে শৈত্যপ্রবাহ চলছে। বৃহস্পতিবার তাপমাত্রা ছিল ৮ দশমিক ৫ ডিগ্রি। শুক্রবার সকালে ৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
জানুয়ারির শুরু থেকেই এখানে শীতের তীব্রতা বেড়েছে। বিকেলের পর ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে বিভিন্ন এলাকা। রয়েছে বাতাসের তীব্রতাও।
স্থানীয়রা বলছেন, গত কয়েক বছরে এমন শীত দেখেননি তারা।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রংপুর বিভাগসহ সারাদেশের ১২টি জেলায় বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। এমন অবস্থা থাকবে আরও অন্তত ২ দিন। এরপর ধীরে ধীরে বাড়তে শুরু করবে তাপমাত্রা।
আগামী ৩১ ডিসেম্বর থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত ঢাকাসহ সারাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
উল্লেখ্য, ২০১৮ সালের ৮ জানুয়ারি ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সেদিন পঞ্চগড়ের তেঁতুলিয়ায় তাপমাত্রা নামে দেশের ইতিহাসে সর্বনিম্ন ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।