মো. রাসেল ইসলাম,বেনাপোল প্রতিনিধি:
প্রায় দু’বছর ধরে চলা মহামারী করোনার ধকল কাটিয়ে জনজীবন স্বাভাবিক হতে না হতেই নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের কারণে দেখা দিয়েছে শঙ্কা। ইতি মধ্যে ভারতে করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রন সনাক্ত হয়েছে। ভারতীয় ট্রাক চালকদের অবাধ বিচরণ ও স্বাস্থ্যবিধি মেনে না চলার কারনে বেনাপোল বন্দর এলাকায় ওমিক্রন সংক্রমণ ঝুঁকিতে রয়েছে বলে মনে করছেন ব্যবসায়ী, শ্রমিক সহ স্থানীয়রা।
সোমবার বেনাপোল বন্দর এলাকায় দেখা যায়, ভারত থেকে পন্য নিয়ে আসা ট্রাক চালকরা বন্দরের বাইরের হোটেল বা চায়ের দোকানে বসে খাওয়া দাওয়া করছে। মাস্ক ব্যবহার ছাড়া বন্দর থেকে বাইরে অবাধে চলাফেরা করছে ভারতীয় ট্রাক চালকরা। তাদের অবাধ চলাফেরায় নিষেধাজ্ঞা থাকলেও তা মানা হচ্ছে না। তারা মাস্ক ছাড়া বাংলাদেশি বন্দর শ্রমিক ও সিএন্ডএফ কর্মচারীদের সাথে ওঠাবসা করছে প্রতিনিয়ত। দ্রুত ভারতীয় ট্রাক চালকদের স্বাস্থ্যবিধি নিশ্চিত না করা হলে চরম ক্ষতির মুখে পড়বে এ বন্দরে কর্মরত প্রায় ১০ হাজার শ্রমিক ও স্থানীয়রা।
এবিষয়ে বন্দর কর্তৃপক্ষ জানান নতুন ভেরিয়েন্ট সংক্রমন রোধে ভারতীয় ট্রাক চালক হেলপারদের চলাফেরায় সীমাবদ্ধতা ও স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। কোন ভাবেই বন্দরের বাইরে তারা বের হতে না পারে সেদিকে কঠোর নজর রাখবে বন্দরে কর্মরত আনসার সদস্যরা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।