মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুর রহমান বলেছেন, আমার নির্বাচনী এলাকার সামগ্রিক উন্নয়নের পরিকল্পনা হাতে নিতে চাই। কি কি কাজ করলে এই এলাকার মানুষ উপকৃত হবে সেই প্রকল্পগুলি আমি বাস্তবায়ন করতে চাই আপনাদের নিয়ে। যেন মৃত্যুর পরেও মানুষ আমাকে মনে রাখে।
শনিবার (১৭ ফেব্রুয়ারি) আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় উপজেলা হলরুমে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে মন্ত্রী বানিয়েছেন, এটা আমার জীবনের সর্বোচ্চ স্বীকৃতি। দীর্ঘ রাজনৈতিক জীবনের এই স্বীকৃতি বঙ্গবন্ধু কন্যা দিয়েছেন। সেই দায়িত্ববোধ থেকে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের অভাব অভিযোগ এবং ন্যায় বিচার কে সুনিশ্চিত করতে চাই।
আলফাডাঙ্গা উপজেলার সকল কর্মকর্তা উদ্দেশ্যে মন্ত্রী বলেন, আপনারা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করবেন, আন্তরিক ভাবে দায়িত্ব পালন করবেন আপনাদের দায়িত্বপালনের মধ্যে যেন একটি মানবিক দিক থাকে সেইভাবে দায়িত্ব পালন করবেন এবং সেই দায়িত্ব পালনে কোন ধরনের প্রতিবন্ধকতা, বাধা বা কোনো অযাচিত হস্তক্ষেপ আমি বরদাস্ত করব না। কেউ অন্যায়ভাবে হস্তক্ষেপ করলে আপনারা তা মেনে নিবেন না, আমাকে আপনারা ন্যায়ের পক্ষে পাশে পাবেন।
মন্ত্রী বলেন আলফাডাঙ্গা উপজেলায় ইতিহাস রচিত হয়েছে, তারপরও মানুষ যেটা ভালো মনে করেছে সেটাই করেছে। আমি হেরেছি এই উপজেলায় সেটা বড় কথা মানুষ যে সুষ্ঠুভাবে তার ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে সেটা প্রমাণিত হয়েছে।
নির্বাচন কমিশনের প্রতিশ্রুতি অনুযায়ী সঠিক দায়িত্ব পালন করাই সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান মন্ত্রী।
এর আগে আলফাডাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে পুলিশের একটি বিশেষ দল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীকে গার্ড অব ওনার এবং লাল গালিচা সংবর্ধনা দেন।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা সারমীন ইয়াসমিন, ভূমি কর্মকর্তা রজত্ব বিশ্বাস, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য বিষয়ক উপকমিটির সদস্য তাহিদুর রহমান মুক্ত, জেলা আওয়ামী লীগের সদস্য মিজানুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।