মাদারীপুরের শিবচর উপজেলায় কুতুবপুর ৫ নং ব্রিজ সংলগ্ন এলাকার রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
রোববার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার কুতুবপুর ৫ নং ব্রিজ সংলগ্ন এলাকার রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাদ্রাসা শিক্ষার্থী মাহবুব হাসান (১২) শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের কেশবপুর এলাকার জাহাঙ্গীর মোল্লার ছেলে।
স্থানীয়রা জানায়, রোববার সকালে মাহবুব তার বন্ধুদের সঙ্গে উপজেলার কুতুবপুর ৫ নং ব্রিজ সংলগ্ন এলাকার রেললাইন পার হচ্ছিল। এ সময় ঢাকা থেকে ভাঙ্গাগামী একটি ট্রেনের নিচে কাটা পড়ে সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে।
শিবচর থানার ওসি সুব্রত গোলদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় রেলওয়ে পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।