জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
পল্টন, রমনা,ওয়ারী এবং মতিঝিল সহ বিভিন্ন থানায় পুলিশের দায়ের করা ১২ টি মামলার ৬ সপ্তাহের
আগাম জামিন পেলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির জেষ্ঠ সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
আজ ২৯ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজি এবাদত হোসেনের দ্বৈত বেঞ্চ এ আগাম জামিনের আদেশ দেন।
বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের আইনজীবী এবং বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন জানেন, “গত ২৮ অক্টোবর মহাসমাবেশ কে কেন্দ্র করে বিএনপি নেতাদের ধারাবাহিক মামলার অংশ হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে রাজধানীর পল্টন ,রমনা, মতিঝিল,ওয়ারি এবং যাত্রাবাড়ি সহ বিভিন্ন থানায় ১২টি নাশকতার মামলা দায়ের হয়।এসব মামলার আগাম জামিন চেয়ে উচ্চ আদালতে আবেদন করলে আদালত শুনানি শেষে ছয় মাসের আগাম জামিন মুঞ্জুর করেন।ছয় মাসের মধ্যেই তাকে নিম্ন আদালতে আত্মসমর্পণের আদেশ দেন আদালত।
আদালতে বিএনপি নেতা ইশরাকের সাথে বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে ,ইশরাক হোসেন বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান এবং অবিভক্ত ঢাকার সাবেক মেয়র মরহুম সাদেক হোসেন খোকার পুত্র । তিনি২০২০ সালে ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে আলোচনায় আসেন।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।