আগামী ৬ মার্চ রাজধানীর গুলশানে জাতীয় পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদের বাসভবনে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ জাপার মত বিনিময় সভা অনুষ্ঠিত হবে। সভায় বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা জাতীয় পার্টিতে যোগদান করবেন।

জাতীয় পার্টির দশম জাতীয় সম্মেলন বাস্তবায়ন কমিটির আহ্বায়ক কাজী ফিরোজ রশীদের সভাপতিত্বে অনুষ্ঠেয় মতবিনিময় ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদ। এতে আরো বক্তব্য রাখবেন জাতীয় পার্টির কো চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, মহাসচিব কাজী মামুনূর রশিদ ও প্রেসিডিয়ামের সদস্যবৃন্দ।

সংশ্লিষ্ট সবাইকে যথা সময় মতবিমিময় সভায় উপস্থিত থাকার অনুরোধ করেছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং সম্মেলন বাস্তবায়ন কমিটির সদস্য সচিব শফিকুল ইসলাম সেন্টু।

এদিকে আগামীকাল ২ মার্চ দুপুর ১২ টায় রাজধানীর গুলশানে জাতীয় পার্টির চেয়ারম্যান বেগম রওশন এরশাদের বাসভবনে পার্টির প্রেসিডিয়াম, উপদেষ্টা, ভাইস চেয়ারম্যানসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি-সাধারন সম্পাদকের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।