গাজীপুরের শ্রীপুরে নাইস ফেব্রিক্স প্রসেসিং নামে একটি কারখানায় আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আধাঘণ্টা তৎপরতা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
শনিবার (২ মার্চ) রাত ১১টা ২০ মিনিটের দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের জেলার শ্রীপুর উপজেলার এমসি বাজার এলাকায় নাইস ফেব্রিক্স প্রসেসিং নামে কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
শ্রীপুর ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার সাইফুল ইসলাম জানান, শনিবার রাত ১১টা ২০ মিনিটের দিকে ওই কারখানায় হঠাৎ আগুন লাগে। এসময় কারখানার নৈশপ্রহরী ও আশপাশের লোকজন ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালান। এক পর্যায়ে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন।
তিনি জানান, এ ঘটনায় এখনো কোন হতাহতের খবর পাওয়া যায়নি। ঘটনাস্থলে আমাদের টিম রয়েছে। আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সরেজমিন তদন্তের পর জানা যাবে।