শিশু-কিশোরদের অংশগ্রহণে প্রেরণা দীপ্ত অনন্য এক আয়োজনের সঙ্গী হলেন শায়েখ আহমাদুল্লাহ।
নোয়াখালীর বেগমগঞ্জের গোপালপুরের চারটি মসজিদের কিশোরদের মধ্যে চল্লিশ দিন পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে তাকবীরে উলার সাথে আদায়ের প্রতিযোগিতার আয়োজন করে স্থানীয় যুবকেরা।
৩৮ কিশোর টানা ৪০ দিন (কয়েকজন ৬০ দিন) তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায়ের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে। বাকিদের কেউ ৩০ দিন, কেউ ২০ দিন আবার কেউ ১০ দিন তাকবীরে উলার ধারাবাহিকতা ধরে রাখতে পেরেছে।
বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া এবং তাদের উদ্দেশে নাসিহা পেশ করেন।
টানা চল্লিশ দিন তাকবীরে উলার সাথে জামাতে নামাজ আদায়কারী মুনাফেকি ও জাহান্নাম থেকে মুক্তি পাবে, এ মর্মে বিশেষ ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে। পাশাপাশি এই সাধনা আমাদের সকল কাজের সিরিয়াসনেস, সময় ও নিয়মানুবর্তিতার অভ্যাস গড়ে তুলতে ভূমিকা রাখে।
দোয়া রইলো বিজয়ী কিশোরদের জন্য। নোয়াখালীর শিশু-কিশোর ও যুবক ভাইয়েরা আমাদের জন্য অনুসরণীয় দৃষ্টান্ত রেখে গেল।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।