জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল (২৬ মে) রোববার অনুষ্ঠিতব্য পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ। পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
শনিবার ( ২৫ মে) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান এক বার্তায় এ তথ্য জানায়।
বার্তায় তিনি জানান, জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামীকাল ২৬ মে, ২০২৪ রোববার অনুষ্ঠিতব্য অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। স্থগিত এই পরীক্ষার সময়সূচি পরবর্তীতে জানানো হবে। পরীক্ষার অন্যান্য সময় ও তারিখ অপরিবর্তিত থাকবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।