বঙ্গোপসাগর তীরবর্তী সুন্দরবনের দুবলার চরে ঘূর্ণিঝড় রেমালের অগ্রভাগ আঘাত হানতে শুরু করেছে । মোরেলগঞ্জে এক জায়গায় বাঁধ উপচে পানি ঢুকেছে। সুন্দরবনের করমজল এলাকা প্রায় দুই ফুট পানির নিচে তলিয়ে গেছে।
সুন্দরবন বন বিভাগের একাধিক কর্মকর্তা জানান, বাতাসে গতি খুব বেশি। নদীতে পানি বাড়ছে। বিশেষত সাগর উপকূলের দুবলা, তিনকোণা দ্বীপ এলাকায় তিন থেকে চার ফুট উচ্চতায় পানি উঠেছে।
এখন ভাটা চলমান রয়েছে। রাত ১১টার দিকে আবার জোয়ার আসবে। ওই সময়ে আরো পানি বাড়তে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে উপকূলের ১৬ জেলা এবং তাদের কাছের দ্বীপ ও চরগুলো স্বাভাবিক জোয়ারের চেয়ে ৮ থেকে ১২ ফুট ফুট বেশি উচ্চতার বায়ুতাড়িত জলোচ্ছ্বাসে প্লাবিত হতে পারে। প্রবল ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে দেশের সব বিভাগেই দমকা বা ঝোড়ো হাওয়াসহ ভারী (৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (৮৯ মিলিমিটার বা বেশি) বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে।