জালাল আহমদ,আদালত প্রতিবেদক:
স্বাধীনতার মহান ঘোষক , বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা এবং বিএনপি’র প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে আজ ৩০ মে বৃহস্পতিবার দুপুরে হাইকোর্ট মাজার গেটে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে খাবার বিতরণ করা হয়েছে।
খাবার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিমকোর্ট ইউনিটের সভাপতি অ্যাডভোকেট আব্দুল জব্বার ভুঁইয়া এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট গাজি কামরুল ইসলাম সজল।
বিএনপি’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগির প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হতদরিদ্রদের মাঝে খাবার বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী এবং সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট জয়নুল আবেদীন, সাবেক সম্পাদক ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সহ-সভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা, সুপ্রিমকোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, বিএনপি নেতা অ্যাডভোকেট সালাহউদ্দিন সরকার প্রমুখ।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।