রাজধানীর গুলশানের বারিধারায় ডিপ্লোমেটিক জোনে পুলিশের গুলিতে মনিরুল ইসলাম নামের আরেক পুলিশ সদস্যের মৃত্যু হয়। এ ঘটনায় নিহত পুলিশ সদস্যের ভাই বাদী হয়ে রোববার গুলশান থানায় মামলাটি করেন। এতে কনস্টেবল কাউসার আলীকে আসামি করা হয়েছে।

এদিকে সহকর্মীকে হত্যার ঘটনায় আটক পুলিশ সদস্য কাউসারকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদে ১০ দিনের রিমান্ডের আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা। এরই মধ্যে আদালতে তাকে হাজির করা হয়েছে।

ডিএমপির গুলশান বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) রিফাত রহমান শামীম বলেন, গতরাতের ঘটনায় নিহতের ভাই মাহাবুবুল আলম বাদী হয়ে একটি মামলা করেছেন। পুলিশ কাউসারকে জিজ্ঞাসাবাদে দশদিনের রিমান্ড চেয়েছে। তবে এখনো আদালত কোনো নির্দেশ দেননি।

মিয়ানমারে ফিরতে জাহাজের অপেক্ষায় ১৩৪ বিজিপি ও সেনা সদস্য

শনিবার রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর বারিধারায় ফিলিস্তিন দূতাবাসের সামনে নিরাপত্তার কাজে নিয়োজিত পুলিশ সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে আরেক পুলিশ সদস্যের বিরুদ্ধে। নিহত পুলিশ সদস্য ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশনে কর্মরত ছিলেন।

গুলির ঘটনায় সাজ্জাদ হোসেন নামে জাপান দূতাবাসের এক গাড়ি চালক আহত হয়েছেন। তাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও খবর পেতে যুক্ত থাকুন CoxsbazarNEWS.com এর সাথে।