রুকুনুজ্জামান বাবুল, পার্বতীপুর,দিনাজপুর :
পার্বতীপুর থেকে দিনাজপুরগামী দোলনচাঁপা এক্সপ্রেস (এমটি) ট্রেনটি মন্মথপুর রেলওয়ে স্টেশনের নিকট যশাই মোড় রেলগেটে মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।চালক আহত হয়েছেন।

পার্বতীপুর থেকে দিনাজপুরগামী দোলনচাঁপা এক্সপ্রেস এমটি রেক ওয়াস হয়ে যাবার সময় ট্রেনটি মন্মথপুর রেলওয়ে স্টেশন পার হয়ে (আনুমানিক ভোর ৪ টা ) যশাই মোড় রেলগেটে দাঁড়িয়ে থাকা একটি ত্রুটিযুক্ত বালুর ট্রাক এর সাথে সংঘর্ষে প্রায় পাঁচটি কোচ লাইনচ্যুত হয়ে উল্টে যায় । কোনো যাত্রী ছিল না তবে ট্রেন চালক আঃ রসিদ সরকার ও সহকারী চালক ইনুছ আলী গুরুতর অসুস্থ হওয়া তাদেরকে রংপুর মেডিকেল ভর্তি করানো হয়ছে।

পার্বতীপুর স্টেশনের দ্রুতযান এক্সপ্রেস, পঞ্চগড় এক্সপ্রেস, কাঞ্চন এক্সপ্রেস, দিনাজপুর কমিনিটর এক্সপ্রেস, আটকা আছে।পার্বতীপুর – পঞ্চগড় মেইন লাইন ব্লক এরুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।উদ্ধারের কাজ চলছে।