Spread the love

বার্তা পরিবেশক:

১১ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির চেয়ারম্যান মাওলানা মোঃ খালেদ সাইফী ও ভাইস-চেয়ারম্যান আনছারউল্লাহ খানসহ অন্যান্যদের সহযোগিতায় সুষ্ঠু আয়োজনে নির্বাচনের মাধ্যমে কক্সবাজার শহরের ৭নং ওয়ার্ড দক্ষিণ পাহাড়তলীর আবু হুরায়রা (রাঃ) সমাজ কমিটি নতুন কমিটি গঠন করা হয়েছে।

১১আগস্ট আহ্বায়ক কমিটির মাধ্যমে পাঁচজন নির্বাচন কমিশনারের নেতৃত্বে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে শতভাগ (৯৪ পরিবার) ভোটারের ভোট প্রয়োগের মাধ্যমে সভাপতি নির্বাচিত হয়েছেন আবুল কালাম (বাবুল) এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বেলাল হোসেন রিশাদ, অর্থ সম্পাদক নির্বাচিত হয়েছেন মোঃ শাহজাহান মনির, সাংগঠনিক সম্পাাদক নির্বাচিত হয়েছেন শামসুল আলম এবং প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন শাহাব উদ্দীন আজাদ।

এছাড়া সর্বসম্মতিক্রমে নির্বাচিত পাঁচজনসহ ২১জনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।  নিচে নির্বাচিত সকল নেতৃবৃন্দের ছবিসহ পরিচিতি তুলে ধরা হলো।

 


Spread the love