মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
বান্দরবানের নাইক্ষ‌্যংছড়ি সদর ইউনিয়নের কলেজ মাঠে অনুষ্ঠিত মরহুম ছালেহ আহমদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের তৃতীয় দিনের খেলা অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় একদিকে অংশ গ্রহণ করেছে ব্যবসায়ী পাড়া উদয়মান যুব সংস্থা অপরদিকে অংশ গ্রহণ করেন তিতার পাড়া খেলোয়াড় একাদশ।

সোমবার (২৮ ফেব্রুয়ারী) বিকাল সাড়ে ৩ টায় নাইক্ষ্যংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজ মাঠে টানটান উত্তেজনা পূর্বক অনুষ্ঠিত এ খেলায় রামুর কচ্ছপিয়া ইউনিয়নের তিতার পাড়া খেলোয়াড় একাদশকে ২-০ গোলে হারিয়ে বিজয়ী হন নাইক্ষ্যংছড়ি ব্যবসায়ী পাড়া উদয়মান যুব সংস্থা।
উক্ত খেলার প্রধান অতিথি নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর হোসেন বলেন,খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ মূলক কর্মকান্ড থেকে বিরত রাখে। তিনি খেলার আয়োজকদের এ ধরনের খেলা উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানান।
। এতে বিশেষ অতিথি ছিলেন, নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আব্দু সাত্তার, প্রেসক্লাবের আহ্বায়ক কমিটির সদস্য সচিব জাহাঙ্গীর আলম কাজল, উপজেলা ছাত্র লীগের সভাপতি বদর উল্লাহ বিদু, মুরহুম ছালেহ আহমদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের সভাপতি ফরিদ উল্লাহসহ স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।