মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
সৌদি আরবের আকাশে শুক্রবার ১ এপ্রিল সন্ধ্যায় রমজান মাসের চাঁদ দেখা গেছে। শনিবার ২ এপ্রিল থেকে সেখানে প্রথম রোজা শুরু হবে।
সৌদিআরবের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে সৌদী প্রবাসী কক্সবাজারের নুরুল আমিন সিবিএন-কে বিষয়টি নিশ্চিত করেছেন।
সৌদিআরবে শুক্রবার রাতে তারাবীর নামাজ পড়া এবং সেহেরি খাওয়া শুরু হবে। এছাড়া মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও শুক্রবার ১ এপ্রিল রমজান মাসের চাঁদ দেখা গেছে বলে জানা গেছে।
প্রসঙ্গত, বাংলাদেশে সাধারণত সৌদি আরবের একদিন পর থেকেই রোজা শুরু হয়। সে হিসাবে বাংলাদেশে রোববার ৩ এপ্রিল রোজা শুরু হওয়ার সম্ভাবনা খুব বেশি। তবে শনিবার সন্ধ্যায় বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি সভা করে এ বিষয়ে চুড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।