ইয়াছির আরাফাত খোকন, ফ্রান্স প্রতিনিধি :
গোটা বিশ্বের মুসলমানরা এই দিনে আনন্দের জোয়ারে ভেসে ওঠেন। বাংলাদেশি মুসলমানরা বিশ্বের যেই প্রান্তেই থাকুক না কেন মুসলিমদের সঙ্গে তাল মিলিয়ে নিজস্ব একটি বলয় তৈরি করে অব্যাহত রাখে ধর্মীয় কালচার ।ধর্মীয় অনুশাসন পালনের জন্য ফ্রান্সের রাজধানী প্যারিসে বাংলাদেশি কমিউনিটির তিনটি মসজিদ রয়েছে।১৬ জুন রবিবার ফ্রান্সে ঈদ উদ্যাপিত হয়েছে। প্রতিবার খোলা মাঠে ঈদ জামায়াত অনুষ্ঠিত হলে আবহাওয়া খারাপ থাকায় এবার সম্ভব হয়নি। ঈদের দিন বাংলাদেশি কমিউনিটির মসজিদে একাধিক ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।প্যারিসে বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে বড় মসজিদ বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামি কালচার সেন্টারে ঈদুল আজাহার তিনটি জামায়াত অনুষ্ঠিত হয়। বাংলাদেশ কমিউনিটি মসজিদে সকাল আটটায় প্রথম ঈদ জামায়াত অনুষ্ঠিত হয়। সেন্টারের সমবেতদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন খতিব দোয়া করেন নিজ নিজ দেশ জাতি ও মুসলি উম্মাহ এবং নির্যাতিত ফিলিস্তিনি মুসলিমদের জন্য । নামাজ শেষে প্রবাসীরা একে অপরের মধ্যে কোলাকুলি সহ গল্প গুজবে ব্যস্ত থাকতে দেখা যায় কেউবা দেশে পরিবার পরিজনের সাথে মুঠো ফোনে কথা বলার ব্যস্ততা চোখে পড়ে।প্যারিসে ঈদের জামায়াতে দলমত-নির্বিশেষে সর্বস্তরের বাংলাদেশি ছাড়াও স্থানীয় ও বিভিন্ন দেশের মুসলমানরা অংশগ্রহণ করে । ফ্রান্সে পুরুষদের পাশাপাশি মহিলাদেরকেও দেখা গেছে ঈদ জামাতে অংশগ্রহণ করতে।এবারে ঈদের দিন রবিবার হওয়াতে সরকারি ছুটি রয়েছে। স্বাভাবিক ভাবে ইউরোপের কান্ট্রি হওয়াতে ঈদের কোন ছুটি নেই। ফ্রান্সে বসবাসরত প্রবাসী যাদের ছুটি নেই নামাজ শেষে কর্মস্থলে যোগ দিবে আক্ষেপ করে জানান স্থানীয় প্রবাসীরা।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।