জালাল আহমদ, ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত বৃহত্তর চট্টগ্রামের শিক্ষার্থীদের নির্দলীয় সংগঠন ” কার্জন হল স্টুডেন্ট’স এসোসিয়েশন অফ চিটাগাং এর ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ১৫ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলের ফলিত রসায়ন এন্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের একটি কক্ষে অনুষ্ঠিত “কার্জন হল স্টুডেন্ট’স এসোসিয়েশন অফ চিটাগাং এর এক ইফতার মাহফিল ও নবীনবরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রফেসর ড.আখতার হোসেন খান(সয়েল ,ওয়াটার এন্ড এনভায়রনমেন্ট বিভাগ), ড. কে. এম. আজম চৌধুরী (চেয়ারম্যান, সমুদ্রবিজ্ঞান বিভাগ), মামুন রাব্বানী (প্রভাষক,বায়োমেডিকেল ফিজিকস), সৈয়দ ফরিদ উদ্দীন ফরহাদ(প্রিন্সিপাল সায়েন্টিস্ট,BCSIR), সিফাত উজ জামান(DD,Bangladesh Bank), সৈয়দ সাদি(প্রভাষক,চট্রগ্রাম কর্মাস কলেজ), নাইম ইসলাম তুফাত(প্রভাষক,ক্যান্টন্টমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ,চট্রগ্রাম), মোঃ মোস্তফা কামাল প্রমুখ।
অতিথিরা বলেছেন , সামাজিক সংগঠন হিসেবে তোমাদেরকে সব সময় দলাদলির ঊর্ধ্বে নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে হবে । ভবিষ্যতে কর্মজীবনের জন্য বিশ্ববিদ্যালয় জীবন থেকেই প্রস্তুতি নিতে হবে। বৃহত্তর চট্টগ্রামের শিক্ষার্থীদের সুখে-দু:খে তোমাদেরকে পাশে থাকতে হবে। শুভ কাজের মাধ্যমে ভবিষ্যতে এই সংগঠন অনেক দূর এগিয়ে যাবে। এ সময় বক্তারা সংগঠনের শিক্ষার্থীদের কল্যাণের জন্য একটি ট্রাস্ট গঠনের ঘোষণা করেন।
সংগঠনের সভাপতি আসিফ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এজাজ হোসাইন ফাহিমের সঞ্চালনায় আয়োজিত
এই ইফতার মাহফিলে দুই শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে নবাগত শিক্ষার্থীদের কে ক্রেস্ট দিয়ে বরণ করে নেওয়া হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।