নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার পৌরসভার ১ নং ওয়ার্ডের মধ্যম কুতুবদিয়া পাড়ায় পানিবন্দী প্রায় আড়াইশ মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) কোস্ট ফাউন্ডেশন।

শনিবার (৬ জুলাই) বিকালে দুর্গত মানুষের হাতেহাতে খাবার পৌঁছিয়ে দেন কোস্টের সহকারী পরিচালক ও আঞ্চলিক টিম লিডার জাহাঙ্গীর আলম।

এ সময় পৌরসভার প্যানেল মেয়র শাহেনা আকতার পাখি, স্থানীয় কাউন্সিলর এস আই এম আকতার কামাল আজাদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

খাবার বিতরণের উদ্যোগ প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, অতি বৃষ্টির কারণে কক্সবাজার শহরের ১ নম্বর ওয়ার্ডের তিন শতাধিক মানুষ বিগত তিনদিন ধরে পানিবন্দি অবস্থায় আছে। অনেকের চুলায় আগুন জ্বলছে না। শতশত শিশু এবং বৃদ্ধ মানুষ অভুক্ত অবস্থায় আছে। বিশেষ করে শিশু, কিশোর, কিশোরী, নারী এবং বয়বৃদ্ধ ব্যক্তিরা খুব কষ্টে জীবনযাপন করছে। প্রচন্ড সুপেয় পানির সংকট দেখা দিয়েছে।

খবর পাওয়ার সাথে সাথে দুর্গত এলাকায় ছুটে গিয়েছে কোস্ট ফাউন্ডেশনের একটি টিম। স্থানীয় লোকজনের খোঁজখবর নিয়েছে।

শনিবার বিকাল পাঁচটায় পানিবন্দি মানুষের মাঝে রান্না করা খাবার এবং বিশুদ্ধ খাবার পানি বিতরণ করা হয়েছে।

পানিবন্দি মানুষের সহায়তায় এগিয়ে আসার জন্য সমাজের বিত্তবান মানুষ এবং এনজিওদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানান জাহাঙ্গীর আলম।