অনুপম বড়ুয়া টিপু , ফ্রান্সের প্যারিস থেকে :
ফ্রান্সের বাংলাদেশি বৌদ্ধবিহারে বৌদ্ধদের প্রধান ধর্মীয় অনুষ্ঠান শুভ বুদ্ধ পূর্ণিমা ও বিহারের ষষ্ট প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
রোববার (২৯ মে ) প্যারিসের অদূরে স্থায় দিনব্যাপী এ অনুষ্ঠানমালার আয়োজন করে স্থা বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধ্যান কেন্দ্র। রাজধানী প্যারিস ও এর আশপাশ শহরে বসবাসরত বাংলাদেশিসহ বিভিন্ন দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীরা উৎসাহ–উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পালন করেন। বুদ্ধ পূর্ণিমাকে সামনে রেখে ভোর থেকে শুরু হওয়া এ অনুষ্ঠানে শীলগ্রহণ, বুদ্ধপূজা, সংঘ দান, অষ্টপরিষ্কার দান, আলোচনা সভা সহ নানা আয়োজনে সমৃদ্ধ ছিল।
সকালে বিহারের পরিচালক ভদন্ত কল্যাণ রত্ন ভিক্ষুর পিতার প্রয়াণে ছয় মাসিক অষ্টপরিষ্কার সহ সংঘদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্রান্সের সম্বোধি বিহারের ভদন্ত সুমংগলা নায়ক থের’র সভাপতিত্বে দেশনা করেন নিউইয়র্ক বাংলাদেশ বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত মুদিতাপাল থের ।
বিকেলে বিহারের ষষ্ট প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভদন্ত উ কুমারা ছেয়াদ। অন্যান্যদের মধ্যে মৈত্রী বৌদ্ধ বিহারের অধ্যক্ষ ভদন্ত অনোমাদর্শী মহাথের, ভদন্ত থিছ মিনহ ডিন,ভদন্ত বিজয়ানন্দ থের, ভদন্ত কল্যাণ রত্ন থের, ভদন্ত জ্যোতিসার থের দেশনা করেন।
অন্যান্যদের মধ্যে ভদন্ত চন্দ্রজ্যোতি থের, প্রিয়রক্ষিত ভিক্ষু, ভদন্ত শাসনবংশ ভিক্ষু সহ ফ্রান্স প্রবাসী বৌদ্ধরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফ্রান্সস্থ বুদ্ধগয়া প্রজ্ঞাবিহার ধানকেন্দ্রের আবাসিক ভদন্ত আনন্দ ভিক্ষু। পঞ্চশীল প্রার্থনা করেন ভদন্ত দিপু কান্তি বড়ুয়া।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।