এম এ মান্নান, মক্কা (সৌদি আরব) থেকেঃ
চট্টগ্রামের সীতাকুণ্ড বিএম কনটেইনার ডিপোতে ইতিহাসের ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় হতাহতদের স্মরণে দোয়া ও শোকসভা করেছে সৌদি প্রবাসী বাংলাদেশিরা।
৬ জুন মক্কা প্রবাসী ফোরাম সৌদিআরবের এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ থেকে আগত ট্রাভেলস এজেন্সির মালিক রফিকুল ইসলাম মার্শাল।
প্রধান আলোচক ছিলেন কবি ও সাহিত্যিক আবুল আসাদ।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তেলাওয়াত করেন বেলাল উদ্দিন।
ফোরামের সভাপতি এম এ মান্নানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী রাসেলের সঞ্চালনায় আলোচনা সভায় ফোরামের সিনিয়র সহসভাপতি জহির, সহসভাপতি বিশিষ্ট সমাজসেবক মোস্তাফিজুর রহমান, সহসভাপতি ডাঃ মোহাম্মদ আমিন, সহসভাপতি সাবেক ছাত্র নেতা মুরাদ চৌধুরী, বিশিষ্ট হোটেল ব্যবসায়ী দিদার, বাংলাদেশ হজ্ব মিশনের অফিসার নাজিমুদ্দিন, বিশিষ্ট হোটেল ব্যবসায়ী আবছার, ব্যবসায়ী আবু হেনা, সমাজকর্মী কলিম উল্লাহ কলিম, কম্পিউটার ইঞ্জিনিয়ার মিজানুর রহমান, শিক্ষানুরাগী হারুনুর রশীদ, শোয়াইব আজাদ, সাফা টাওয়ারের বিশিষ্ট ব্যবসায়ী সেলিম উল্লাহ, আলমগীর, বাবুল, লোহাগাড়া প্রবাসী সমিতি সৌদি আরবের সভাপতি মোঃ লোকমান, সাধারণ সম্পাদক তারেক আজিজ চৌধুরী, ডাক্তার নুরুল আজিম, ডাক্তার সুলতান আহমদ, আলাউদ্দিনসহ বিশিষ্ট রেমিট্যান্স যোদ্ধারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নি দুর্ঘটনায় হতাহতের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।