সংবাদদাতা:

তাসকিয়া জান্নাত রুকসা এমবিবিএস ফাইনাল পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তিনি  চকরিয়ার কর্মরত সাংবাদিক মোহাম্মদ নুরুদ্দোজা জনির ভাতিজি।
ডাঃ রুকসা চকরিয়া পৌরসভার ৩নং ওয়ার্ড ফুলতলার বাসিন্দা নূর মোহাম্মদ লেদুর দ্বিতীয় কন্যা এবং মরহুম নুরুল কবির রেঞ্জারের সুযোগ্য নাতনি।

রুকসা MBBS ফাইনাল পরীক্ষায় সফলতার সহিত উত্তীর্ণ হওয়ায় মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করেছে এবং মানব সেবায় সর্বোচ্চ নিজেকে নিয়োজিত রাখবে এ প্রত্যাশা করে। তিনি সকলের কাছে দোয়া ও শুভ কামনা প্রত্যাশা করেছেন ।