ইমাম খাইর, সিবিএন:
কক্সবাজার শহরের আলীর জাহাল এসএম পাড়া রাস্তার মাথায় ফলের দোকানের ক্যাশবক্স থেকে টাকা ছিনতাইকালে ২ প্রতারককে হাতেনাতে ধরে ফেলেছে জনতা। পরে উত্তম মাধ্যম খেয়ে মুছলেকায় ছাড় পেয়েছে তারা।

স্থানীয় বাসিন্দা মহিউদ্দিন সিকদার এ তথ্য জানিয়েছেন।

দোকানদারের বরাতে তিনি জানান, রবিবার (১৫ অক্টোবর) রাত ৮টার দিকে কয়েকজন ব্যক্তি ক্রেতা সেজে ফল ব্যবসায়ী শাহ আলমের দোকানে যায়। একজন ফল কিনে। একটু দূরে আরেকজন মোটর সাইকেলে দাঁড়িয়ে থাকে। দোকানদারকে ব্যস্ততায় ফেলে অন্যজন ক্যাশবক্সে হাত ঢুকিয়ে দিয়ে টাকা নিতে গেলে হাতেনাতে ধরা পড়ে যায়। পরে তাদের বেঁধেরেখে উত্তম মাধ্যম দিয়েছে জনতা।

খবর পেয়ে স্থানীয় কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার ঘটনাস্থলে যান। বিস্তারিত খোঁজখবর নেন।

ঘটনার বিষয়ে জানতে চাইলে সাহাব উদ্দিন সিকদার কক্সবাজার নিউজ-সিবিএনকে বলেন, ক্রেতা সেজে টাকা ছিনতাইকালে হাতেনাতে ধৃত দুইজনকে আমার নিকট সোপর্দ করে জনতা। দুই প্রতারক সিলেটের বাসিন্দা বলে জানিয়েছে। তারা কক্সবাজারে কেন এসেছে; এখানে কি করে, তা স্পষ্ট নয়। তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর স্থানীয় মান্যগন্য ব্যক্তিদের পরামর্শে ‘জীবনে এমন কাজ আর করবে না’ মর্মে মুছলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

প্রতারক ও ছিনতাইকারীচক্র থেকে ব্যবসায়ীদের আরো সতর্ক হওয়ার আহবান জানান কাউন্সিলর সাহাব উদ্দিন সিকদার।