অনলাইন ডেস্ক:
সিলেটের গোয়াইনঘাটে সিএনজি চালিত অটোরিকশা ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২ জনের মৃত্যু ও সিএনজি চালকসহ সিএনজি গাড়ির ৬ যাত্রী এবং ট্রাক্টরের চালক ও সহকারীসহ মোট ৮জন গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার সারী-গোয়াইনঘাট সড়কের গোয়াইন ব্রিজ সংলগ্ন পুর্ণানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রথমে গোয়াইনঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। আহতদের অবস্থা আশংকাজনক হওয়ায় সেখান থেকে তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ সময় হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম (৫০)। তিনি উপজেলার কর্নি গ্রামের ইসমাইল আলীর ছেলে। নিহত অপরজন উপজেলার লেঙ্গড়া গ্রামের আরফান মিয়ার ছেলে জসির উদ্দিন (৬৫)। তিনি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
আহতরা হলেন- উপজেলার লেঙ্গুড়া গ্রামের হুসই মিয়ার ছেলে আলিম উদ্দিন (৪০), রহমত উল্লাহর ছেলে রায়হান (১০), রায়হানের বাবা রহমতুল্লাহ (৩০), রাধানগর (দুভাগ) এলাকার আব্দুল খালেক এর ছেলে জসীম উদ্দিন (২৮) ও আব্দুল মহল গ্রামের আব্দুল মুতলিব এর ছেলে মারজান আহমদ (৩০)।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার লাফনাউট মাদ্রাসার বার্ষিক মাহফিল থেকে ছেড়ে আসা একটি সিএনজি চালিত অটোরিকশা যাত্রী নিয়ে গোয়াইনঘাট উপজেলা সদরে যাচ্ছিল। সিএনজিটি পুর্ণানগর এলাকায় পৌঁছালে অপরদিক থেকে আসা একটি ট্রাক্টরের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি গাড়িটি দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলে ট্রাক্টর ও সিএনজি চালকসহ ৯ জন গুরুতর আহত হন।
গোয়াইনঘাট থানার ওসি রফিকুল ইসলাম কালবেলাকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এছাড়া উত্তেজিত জনতাকে বুঝিয়ে পরিস্থিতি শান্ত করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।