উপনির্বাচনের ব্যালট পেপারে আপেল প্রতীকের স্থানে কদমফুল প্রিন্ট হওয়ায় নির্বাচন স্থগিত নির্বাচন কমিশন। চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের উপনির্বাচনে এ ঘটনা ঘটেছে।
এ ওয়ার্ডে ইউপি সদস্য মনসুর আহমেদের মৃত্যুতে শনিবার (৯ মার্চ) উপনির্বাচন হওয়ার কথা ছিল। কিন্তু আপেল মার্কার স্থলে কদমফুল প্রিন্ট হওয়ায় নির্বাচন কমিশন নির্বাচন স্থগিত করে।
হাজীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা ফারুক হোসেন জানান, শনিবার ৯ নং ওয়ার্ডে উপনির্বাচনের জন্য সকল আয়োজন সম্পন্ন হয়েছিল। ভোটগ্রহণের শুরুতেই ব্যালট পেপারে আপেল প্রতীকের স্থলে কদমফুল প্রতীক দেখা যাওয়ায় কর্মকর্তাদের নজরে আসে।
দায়িত্বপ্রাপ্ত প্রিসাইডিং অফিসার শাহাদাত হোসেন জানান, ভোটগ্রহণের জন্য সকল প্রস্তুতি হয়েছিল। ব্যালট পেপারে ভুল থাকায় নির্বাচন স্থগিত করা হয়েছে।
আমরা সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।