কুতুবদিয়া  প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল ইউনিয়নের ফারহাদুল ইসলাম আরজু (২০) হত্যা মামলার বাদীর ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে আসামিপক্ষের বিরুদ্ধে।

শুক্রবার (২১ জুন) দুপুরে শান্তি বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবার জানান, কয়েকজন আসামী জামিন নিয়েছে এখন মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকিসহ বাদী আমেনা বেগমকে বাড়িতে ঢুকে অপহরণ করে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময়, আসামী মহিউদ্দীন, দোলোয়ারের স্ত্রী, মামলার মূলহোতা মোশারারফের মা, দাদীসহ আরও কয়েকজন মিলে মামলার বাদী আমেনা বেগমকে মারধর করেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আঘাত গুরুতর হওয়ায় কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে বলে জানা গেছে।

কুতুবদিয়া থানার ওসি গোলাম কবির বলেন, ফের ঘটনার বিষয়টি তিনি অবগত না। তবে, অভিযোগ দিলে ব্যবস্থা নিবে বলে জানান তিনি।

উল্লেখ্য,বিগত ২৩মে আলী আকবর ডেইলের শান্তিবাজার এলাকায় ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য মোশারারফসহ তার বাহিনীর হাতে নৃশংস ভাবে খুন হয় ফারহাদুল ইসলাম আরজু (২০)। এঘটনায় নিহতের মা আমেনা বেগম বাদী হয়ে থানায় মামলা করেন।