মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার শহরের শহীদ সরণীতে অবস্থিত বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্কুল অরুণোদয় পরিদর্শন করেছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান। শুক্রবার ১৯ মে তিনি অরুণোদয় পরিদর্শনে গেলে প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক সহ অন্যান্যরা তাঁকে স্বাগত জানান।

সচিব নাজমুল আহসান প্রতিষ্ঠানের বিভিন্ন কার্যক্রম দেখে ভূয়সী প্রশংসা করেন। এসময় তিনি বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষায় এ প্রতিষ্ঠানটি সারাদেশের জন্য একটি অনুকরণীয় হতে পারে।

পরিদর্শনকালে সচিবের একান্ত সচিব (উপসচিব), কক্সবাজারের সাবেক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম), অরুণোদয় এর সাবেক পরিচালক মোহা: শাজাহান আলি পানিসম্পদ সচিবের সাথে ছিলেন।

এছাড়া অন্যান্যের মধ্যে কক্সবাজার জেলা প্রশাসনের এডিএম, অরুণোদয় এর পরিচালক মোঃ আবু সুফিয়ান, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) মোঃ নাসিম আহমেদ সহ অরুণোদয় এর শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন।