হোয়াইক্যংয়ের নয়াবাজার আলহাজ্ব নছিমা_ আলী- শামসুন্নাহার ফাউন্ডেশনের প্রধাণ উপদেষ্টা, মহেশখালীয়া পাড়া বাহরুল উলুম দাখিল মাদ্রাসার প্রতিষ্টাতা সভাপতি,
রঙ্গিখালী দারুল উলুম ফাজিল ( ডিগ্রী) মাদ্রাসার অন্যতম প্রতিষ্টাতা সদস্য ও দাতা, রঙ্গিখালী ইসলামিক সেন্টার বোর্ড অব ষ্টাষ্টির আজীবন সদস্য। হ্নীলা- হোয়াইক্যংয়ের একাধিক শিক্ষা প্রতিষ্টানের দাতা ও আলেম ভক্ত, ইবাদাত গুলজার,সর্বজন মুরব্বী প্রয়াত আলহাজ্ব আলী মিয়ার আজ দশম মৃত্যুবার্ষিকী আজ। ২০১৪ সালের আজকের এই দিনে( ১২ এপ্রিল) তিনি মৃত্যুবরণ করেন। প্রবীণ এই মুরব্বীর মৃত্যু বার্ষিকী উপলক্ষে নয়াবাজার আলহাজ্ব নছিমা- আলী- শামসুন্নাহার ফাউন্ডেশন ও নয়াবাজার পশ্চিম সাতঘড়িয়া পাড়াস্হ আলী মন্জিল কুরাইশি বাস ভবনে আলহাজ্ব আলী মিয়া পরিবার বিভিন্ন কর্মসুচি গ্রহণ করেছে।আজকের এই দিনে তাঁর জন্য সবার কাছে দোয়া চেয়ছেন তাঁর নাতি
আলহাজ্ব নছিমা- আলী- শামসুন্নাহার ফাউন্ডেশনের প্রতিষ্টাতা শামস মোহাম্মদ আবদুল্লাহ আল আমিন।
-প্রেস বিজ্ঞপ্তি