“মুনাফ শিকদারকে গুলি করেছে ইশতিয়াক” – কক্সবাজার পৌরসভার মেয়রের এই বক্তব্যের প্রতিবাদ তীব্র প্রতিবাদ জানাচ্ছি।
শহীদ দৌলত ময়দানে ৩রা নভেম্বর জাতীয় জেল হত্যা দিবসের একটি আলোচনা সভায় কক্সবাজার পৌরসভার মাননীয় মেয়র জনাব মুজিবুর রহমান তাঁর বক্তব্যে আমার নাম উল্লেখ করে যে অসত্য তথ্য প্রদান করেছেন, তাতে আমি ভীষণভাবে মর্মাহত হয়েছি৷ এবং উনার বক্তব্যের প্রতিবাদ জানাচ্ছি৷
মাননীয় মেয়র তাঁর বক্তব্যে বলেছেন, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোনাফ শিকদারকে আমি গুলি করেছি। একজন দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে প্রমাণ ছাড়া কাল্পনিক এ অভিযোগ কোনভাবে আশা করা যায় না৷ আমি স্পষ্টভাবে বলতে চাই, আমাকে হেয় প্রতিপন্ন করে যে কাল্পনিক অভিযোগ তিনি করেছেন তা সম্পূর্ণভাবে মিথ্যা ও ভিত্তিহীন৷ প্রকাশ্যে জনসম্মুখে এরকম মিথ্যাচারে আমার সামাজিক ও রাজনৈতিক মর্যাদা ক্ষুন্ন করার যে অপচেষ্টা করা হচ্ছে আমি তার তীব্র প্রতিবাদ জানাই৷ একজন জনপ্রতিনিধির এরকম বক্তব্য মুনাফ শিকদারকে হত্যাচেষ্টা মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করতে পারে, এবং এতে বিচারকার্যের স্বাভাবিক প্রক্রিয়া ব্যাহত হতে পারে৷ তাই আমি বিনীতভাবে অনুরোধ করছি, দয়া করে এমন কোন বক্তব্য যাতে কেউ না দেয় যাতে ভিক্টিমের ন্যায়বিচার বঞ্চিত হওয়ার সম্ভাবনা থাকে৷
উল্লেখ্য, মুনাফ শিকদার জেলা ছাত্রলীগের যে কমিটির সহ-সভাপতি ছিলেন, আমি সেই কমিটির সভাপতি ছিলাম৷ একসাথে দীর্ঘদিন আমরা ছাত্ররাজনীতি করেছি এবং আমাদের মধ্যে সুসম্পর্ক বিদ্যমান৷ আমার বিরুদ্ধে ভিক্টিমের কোন অভিযোগ নাই, বরংচ ভিক্টিম যার বিরুদ্ধে অভিযোগ করেছেন, তিনি আমার বিরুদ্ধে যে অভিযোগ করেছেন তা যে কাল্পনিক ও উদ্দেশ্য প্রনোদিত তা সবার বুঝার কথা৷
আমি আমার বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদ জানাচ্ছি, এবং সকলকে আইনের প্রতি আস্থাশীল থাকার বিনীত অনুরোধ করছি৷ একই সাথে আমি আশা করি, ভবিষ্যতে যেন কেউ এমন কোন বক্তব্য না দেয়, যে বক্তব্যে ভিক্টিমের ন্যায়বিচার পাওয়ার স্বাভাবিক প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হতে পারে৷
আল্লাহ সকলের মঙ্গল করুক৷

– ইশতিয়াক আহমেদ জয়