মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত কক্সবাজারের ঈদগাঁও উপজেলার তরুণ ব্যবসায়ী আনোয়ারুল আজিম খোকন (৪২) আর নেই। সোমবার ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ৭ টার দিকে ঢাকাস্থ এএমজি হাসপাতালে লাইফ সাপোর্ট থাকাবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

মরহুমের ভগ্নিপতি, কক্সবাজার সিটি কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রধান অধ্যাপক আকতার চৌধুরী এ তথ্য জানিয়েছেন।

মরহুম আনোয়ারুল আজিম ইসলামপুর শিল্প এলাকার বিশিষ্ট ব্যবসায়ী এবং ইসলামপুর ইউনিয়ন পরিষদের সা‌বেক ২ বারের চেয়ারম‌্যান অছিয়র রহমানের সন্তান।

আনোয়ারুল আজিম খোকন গত ২০ আগস্ট রাত সাড়ে ১২ টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের ইসলামপুর চাক্কার দোকান এলাকায় ঢাকাগামী স্টার লাইনের একটি বাসের ধাক্কায় গুরতর আহত হন। সড়ক দুর্ঘটনায় গুরতর আহত অবস্থায় তাঁকে প্রথমে ঘটনাস্থল থেকে উদ্ধার করে ঈদগাঁওয়ের একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রামের পার্কভিউ হাসপাতালে নেওয়া হয়। গত ২৪ আগস্ট উন্নত চিকিৎসার জন্য তাঁকে চট্টগ্রাম থেকে ঢাকায় নেওয়া হয়। ঢাকার এএমজি হাসপাতালে আনোয়ারুল আজিম খোকনের প্রথমে বুকের পাঁজরে অপারেশন হয় এবং রোববার ৪ সেপ্টেম্বর মুখগহ্বরে দ্বিতীয় দফায় অপারেশন হয়। দ্বিতীয় দফায় অপারেশন হওয়ার পর রোববার রাতে আনোয়ারুল আজিম খোকন স্ট্রোক করলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়। লাইফ সাপোর্টে চিকিৎসকদের সকল প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে ইসলামপুরের প্রিয়মুখ, তরুন শিল্পোদ্যোক্তা আনোয়ারুল আজিম খোকন সোমবার সন্ধ্যায় না ফেরার দেশে চলে যান।

আনোয়ারুল আজিম খোকন মৃত্যুকালে মাতা-পিতা, স্ত্রী, ২ পুত্র, ২ কন্যা সন্তান সহ অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান। আনোয়ারুল আজিম খোকনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নামাজে জানাজা নাপিতখালী বটতলী ট্রাক টার্মিনালে আগামী ৬ সেপ্টেম্বর বিকাল ৩টায় অনুষ্টিত হবে বলে জানা গেছে।