এস. এম. তারেক:

ঈদগাঁও বাজারের প্রবীণ মুরুব্বী, বিশিষ্ট ব্যবসায়ী হাজী সুলতান আহমদ ও ইউনুছ সওদাগরের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।

এ সংক্রান্ত এক বিবৃতিতে তাঁরা বলেন ঈদগাঁও বাজারে দীর্ঘদিন সুনামের সহিত ব্যবসা করে আসা হাজী সুলতান আহমদ ও মোহাম্মদ ইউনুছ সওদাগরের শুণ্যতা কখনো পুরন হওয়ার নয়। সৎ ব্যবসার আইডল ছিলেন ওই দুই ব্যবসায়ী।

বিবৃতিদাতারা শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান। বিবৃতিদাতারা হলেন, ঈদগাঁও উপজেলা প্রেসক্লাব সভাপতি এস. এম. তারেক (দৈনিক কক্সবাজার /পূর্বকোণ), সহ-সভাপতি মাষ্টার গিয়াস উদ্দীন ( দৈনিক সমুদ্র কন্ঠ), সহ সভাপতি নূরুল আমিন হেলালী (দৈনিক কক্সবাজার ৭১), সাধারন সম্পাদক মিজানুর রহমান আজাদ (দৈনিক সৈকত), সহ সাধারণ সম্পাদক আজাদ মনছুর (বাংলাদেশ বেতার), সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দীন (দৈনিক আজকের দেশবিদেশ/ সি প্লাস টিভি), অর্থ সম্পাদক এইচএন আলম (দৈনিক হিমছড়ি), তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক আতিকুর রহমান মানিক (দৈনিক নয়াদিগন্ত /

আমাদের কক্সবাজার / নিউজ এক্সপ্রেস বিডি), নির্বাহী সদস্য কাফি আনোয়ার (দৈনিক বাঁকখালী), নাছির উদ্দীন আল নোমান (দৈনিক আজকের কক্সবাজার), আনোয়ার হোছাইন দৈনিক সাগর দেশ/ সাঙ্গু) ও বিআর হাশেমী বদরু (দৈনিক আমাদের কক্সবাজার) প্রমুখ।