প্রেস বিজ্ঞপ্তিঃ
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি  শাহজাহান চৌধুরী নিজ উপজেলা উখিয়া উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ চৌধুরীর বাসায় RAB, BGB পুলিশের যৌথভাবে বাড়িতে গিয়ে তাকে না পাওয়াতে বাড়ি ঘর ভাংচুর করতে থাকলে গ্রামবাসি এগিয়ে আসলে নিরীহ মানুষের (পুরুষ নারী শিশু) উপর নির্বিচারে গুলি চালিয়ে (জাগির হোসেন, জাহাঙ্গীর ও শাহাবুদ্দীন) ৩ জনকে মারাত্মকভাবে গুলির আঘাতে আহত করে এবং ঘর ভাংচুর করে ।

একটি সভ্য দেশে এই ধরনের জঘন্য, নিষ্ঠুর, বর্বরোচিত হামলার ঘটনা অতিতে স্বাধীন দেশে মানুষের উপর ঘটেনি। স্বাধীন দেশে নিরপেক্ষ তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দাবি করাই কী তাদের অপরাধ? বর্তমান সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে জনগণের বিরুদ্ধে দাড় করিয়াছে। এই ধরনের জঘন্যতম ঘটনা ঘটিয়ে গনতান্ত্রিক আন্দোলন বন্ধ করা যাবেনা। আইন শৃঙ্খলা বাহিনীর এই জঘন্য বর্ববর নিষ্ঠুরতম আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন
কক্সবাজার জেলা বিএনপির সভাপতি সাবেক হুইপ জননেতা শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক এড শামীম আরা স্বপ্না। নেতৃবৃন্দররা আরও বলেন কক্সবাজার জেলাকে আইন শৃঙ্খলা বাহিনী এত অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছে যেন জনগণ তাদের শত্রু।

এদিকে, আলমগীর রানা, পিতা-মোক্তার আহমদ, পশ্চিম পাড়া, ছনখোলা, পিএমখালী ও মোর্শেদ কামাল রনি, পিতা-মোক্তার আহমদ, পশ্চিম পাড়া, ছনখোলা, পিএমখালীকে গ্রেফতার করায় নিন্দা ও প্রতিবাদ জানান।
কক্সবাজার জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক এড হাসান সিদ্দিকী প্রেরিত বার্তায় জানানো হয়েছে।