মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়ার হিজলিয়ায় ডাম্পার ট্রাক-সিএনজির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আরো ১ জন নিহত হয়েছে। এনিয়ে এই সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪ জন দাঁড়ালো। এ দুর্ঘটনায় আহত হয়েছেন ১ জন। নিহত, আহত সকলেই সিএনজি’র যাত্রী।

উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মহিউদ্দিন মহিন দুর্ঘটনায় ৪ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

শনিবার ২৭ আগস্ট সকাল সাড় ৯ টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় সিএনজি খানা দুমড়ে মুচড়ে যায়। টেকনাফমুখী ডাম্পার ট্রাকের সাথে উখিয়া থেকে কক্সবাজারমুখী যাত্রীবাহী সিএনজি (অটো রিকসা) এর মুখোমুখি এই সংঘর্ষ হয়।

দুর্ঘটনার পর পর হাইওয়ে পুলিশ ও উখিয়া থানা পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। দুর্ঘটনা কবলিত ডাম্পার ট্রাক ও সিএনজি খানা জব্দ করা হয়েছে বলে জানান, উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।

নিহতদের মধ্য, ৩ জনের পরিচয় পাওয়া গেছে , এরা হলেন উখিয়ার পাগলির বিল গ্রামের মৃত জয়নাল উদ্দিনের স্ত্রী সালমা খাতুন (৪৫), একই এলাকার গুরা মিয়ার পুত্র আনোয়ারুল ইসলাম (২৫) ও রামু উপজেলার ফতেখাঁরকুল গ্রামের মনিন্দ্র ধরের পুত্র বিধুধর (৪০)। নিহত আরেকজন হাসপাতালে নেওয়ার পথে মারা যায়। তার পরিচয় জানা যায়নি। নিহত ও আহতদের স্বজনদের বুকফাটা আর্তনাদে হাসপাতাল কম্পাউন্ডের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে।

আহত ব্যক্তি হলেন-রামু উপজেলার গর্জনিয়া সিকদার পাড়ার নুরুল আলমের পুত্র হাবিব উল্লাহ (৩০)। তাকে গুরতর আহত অবস্থায় কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবস্থা আশাংকা জনক বলে জানা গেছে।