নিজস্ব প্রতিনিধি:
কক্সবাজারের উখিয়া ও টেকনাফে আন্তর্জাতিক মাতৃ দুগ্ধ সাপ্তাহ ২০২৩ বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে।
স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা শেড এর আয়োজনে গতকাল রবিবার (৬ আগষ্ট) আলোচনা সভা শেষে বর্ণাঢ্য র্যালী হাসপাতাল সড়কে প্রদক্ষিণ হয়।
এবারের প্রতিপাদ্য বিষয় নির্ধারন করা হয়েছে “কর্মজীবি মা-বাবার সহায়ক পরিবেশ গড়ি, মাতৃদুগ্ধ পান নিশ্চিত করি”।
এ উপলক্ষে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ সাজেদুল ইমরান (শাওন)। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রন্জন বড়ুয়া রাজন। বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রক) ডাঃ তুষিত পাল, শেডের পুষ্টি কর্মসূচির ব্যবস্হাপক মোঃ আমির হোসেন, পি এইচ ডির প্রজেক্ট সমন্বয়ক মো: মোমেন খান, ইউনিসেফের প্রতিনিধি সাবরিনা আক্তার শেড এর পুষ্টি কর্মসুচির সহকারী ব্যাবস্থাপক সুজিত কুমার বনিক ও উখিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ফারুক আহমদ।
প্রধান অতিথি উপজেলা স্বাস্থ্য ও পরিকল্পনা কর্মকর্তা কর্মকর্তা ডা:রঞ্জন বড়ুয়া রাজন শিশুকে সফলভাবে মায়ের দুধ খাওয়াতে পারিবারিক সহায়তার পাশাপাশি সরকারি ও বেসরকারি কর্মক্ষেত্রে উপযোগী পরিবেশ সৃষ্টির আহবান জানিয়েছেন।
সভাপতির বক্তব্যে ডাক্তার সাজেদুল ইমরান শাওন বলেন, মায়ের দুধ শিশুর জন্য যেমন উপকারী, মায়ের জন্যও উপকারী। তাছাড়া মা শিশুকে বুকের দুধ খাওয়ালে মা’র স্তন ক্যানসার এর ঝুঁকি কমে যাবে। অনুষ্ঠান সঞ্জালনায় ছিলেন রমজান আলী,উপজেলা পুষ্টি সমন্বয়ক,শেড।
বক্তারা বলেন মায়ের দুধ মহান আল্লাহর দান। এর বিকল্প বা পরিপূরক কোন কিছুই নেই। শাল দুধ একটি শিশুর জন্য প্রথম টিকা যা তার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করে। বক্তারা নব জাতককে পুরোপুরি ৬ মাস মায়ের দুধ খাওয়ানোর উপর জোর দেন। ৬ মাসের পর থেকে অন্যান্য পারিবারিক খাবারে অভ্যস্ত করার পরামর্শ দেন। কর্মক্ষেত্রে শিশুকে মায়ের দুধ খাওয়ানোর উপযোগী পরিবেশ থাকলে কর্মীর কর্মক্ষেত্রে অনুপস্থিতির প্রবনতা কমে যায়, কাজে মনযোগ বৃদ্ধি পায় ফলে প্রতিষ্ঠান লাভবান হয়।
এদিকে একই দিন অনুরুপ ভাবে টেকনাফে শেডের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৩ পালিয়ে হয়েছে। টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মো. ইনামুল হক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা.প্রনয় রুদ্র (রোগ নিয়ন্ত্রণক অফিসার)। বক্তারা বলেন, কমিউনিটি থেকে শহর পরজন্ত মাতৃদুগধ পানের গুরুত্ব মানুষের মাঝে পৌঁছাতে হবে।
উখিয়া ও টেকনাফে বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ ২০২৩ পালিত
