মোঃ জয়নাল আবেদীন টুক্কু:
কক্সবাজারের রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের তুলাতলী গ্রামে জমি দখলকে কেন্দ্র করে গাড়ি ভাংচুর ও মারধরের ঘটনা ঘটেছে। এ বিষয়ে জমির মালিক শাহাবুদ্দিন জানান, তাদের ক্রয় কৃত জমিতে দিনে কাজ করে রাতে ওই জমিতে ডাম্পার গাড়ি রেখে ছিলাম। তাদের প্রতিপক্ষ মোঃ জামানের ছেলে মোঃ শাকের, ,জহির আলম,মনির আহমেদ গং বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত ৩ টার সময় প্রথমে গাড়ির গ্লাস ভাংচুর করে এর পর আগুন দেওয়ার চেষ্টা কালে আমার গাড়ির পাহারাদার বাধা দেয়। এসময় তাকে ব্যাপক মারধর করলে সে গুরুত্বর আহত হয়। এসময় খবর পেয়ে ঘটনাস্থল আসলে তারা পলিয়ে যায়। এর পর ঘটনাস্থলে থেকে আহত পাহারাদার নুরুল আমিনকে উদ্ধার করে নাইক্ষ্যংছড়ি হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে তিনি নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে। শাহাবুদ্দিন এর ভাই গিয়াস উদ্দিন বলেন,আমরা রামু সহকারী জজ আদালতের নির্দেশে আমাদের ক্রয়কৃত জমিতে কাজ করেছি। রাতে তারা আমাদের ঘেরাও ভাংচুর করতে আসেন। এখানে এসে তারা ওই জমিতে রাখা আমার পিকাপ গাড়ির গ্লাস ভাংচুর করে আগুন লাগিয়ে দেওয়ার সময় গাড়ির পাহারাদার দেখলে তাদের বাঁধা দেওয়ার সময় তার উপর হামলা করে। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত জহির,শাকের বলেন কয়দিন ধরে তারা এ জমি দখল করতে টিন দিয়ে ঘেরা দিচ্ছিল আমারা বাঁধা দিতে আসছিলাম। গত
রাতে ওই ঘেরা দেওয়ায় কাজ করার সময় আমরা বাঁধা দেওয়ায় এ ঘটনা ঘটে। তবে গাড়ির গ্লাস ও মারধরের ঘটনা অস্বীকার করে তারা।