শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া :
কক্সবাজারের কুতুবদিয়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ৮টি বহুমুখী দূর্যোগ আশ্রয়ণ কেন্দ্র উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) সকালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের অধীনে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এ সব আশ্রয়ণকেন্দ্র ও প্রাথমিক বিদ্যালয় উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন করা ৮টি আশ্রয়কেন্দ্র হলো, কৈলস্যাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, চর ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, অমজাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র,পূর্ব ধূরুং সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র,দক্ষিণ লেমশিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র,বাইঙ্গাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র,মলম চর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, কৈয়ারবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র। এবং একটি প্রাথমিক বিদ্যালয়টি হল পিলটকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়।
এ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা এর সভাপতিত্বে অংশ নেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জর্জ মিত্র চাকমা, কৃষি অফিসার রফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী মোহাম্মদ কফিল উদ্দিন কবীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান,বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম, আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার, লেমশীখালী ইউপি চেয়ারম্যান আকতার হোসেন, উত্তর ধূরুং ইউপি চেয়ারম্যান আবদুল হালিম প্রমুখ।
এসময় আরও উপস্থিত ছিলেন, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।