শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া :
বিশ্ব এখন বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল বলে। গত ১৪ বছরে দেশ বদলে গেছে, এটা স্বীকার করতেই হবে। এখন গ্রাম আর গ্রাম নেই, কুতুবদিয়ায় আগে যেখানে লুঙ্গি তুলে যেত লোক, সেখানে সেলফি তুলতে যায়। সব জায়গায় উন্নয়নের ছোঁয়া লেগেছে বলে মন্তব্য করেছেন কক্সবাজার-০২ (মহেশখালী-কুতুবদিয়া) সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক এমপি।
বৃহস্পতিবার আইনশৃঙ্খলা ও উপজেলা পরিষদের মাসিক সভায় প্রধান অতিথি বক্তব্য কালে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপংকর তঞ্চঙ্গ্যা এর সভাপতিত্বে মাসিক আইনশৃঙ্খলা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কুতুবদিয়া সহকারি কমিশন ভূমি জর্জ মিত্র চাকমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিএম নাদিম,থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জিয়াউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আওরঙ্গজেব মাতবর, সাধারণ সম্পাদক হাজী মো তাহের,উপজেলা প্রকৌশলী কপিল উদ্দীন কবির, আবাসিক প্রকৌশলী আবু হাসনাত, সমাজসেবা অফিসার আমজাদ হোসেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার বিউটি, কুতুবদিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম হাছান কুতুবী, বড়ঘোপ ইউপি চেয়ারম্যান আবুল কালাম, আলী আকবর ডেইল ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর সিকদার,কৈয়ারবিল ইউপি চেয়ারম্যান আজমগীর মাতবর, দক্ষিণ ধূরুং ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন আল আজাদসহ কোস্ট গার্ড প্রতিনিধি ফায়ার সার্ভিস ইনচার্জ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী।
পরে, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী সভাপতিত্বে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।