শাহেদুল ইসলাম মনির, কুতুবদিয়া:

কক্সবাজারের কুতুবদিয়ায় আলী আকবর ডেইল ইউনিয়নের চৌধুরী পাড়ায় গত ৮ এপ্রিল ভুল চিকিৎসায় লাখ টাকার একটি গরুর মৃত্যুর অভিযোগ উঠেছে।

এ ব্যাপারে গরুর মালিক বিধবা রেহেনা আক্তার বাদী হয়ে কুতুবদিয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবরে অভিযোগ দিয়েছেন বলে জানান তিনি।

বিধবা রেহেনা বেগম জানান, ভাগ্য পরিবর্তনের জন্য গরু পালন করছি। লাখ টাকার উপরে বিক্রি হবে। হঠাৎ করেই গরুর গায়ে জ্বর দেখা দিলে গত শুক্রবার আলী আকবর ডেইল শান্তি বাজার রাহমানিয়া ভেটেনারী দোকানে হাবিব কুতুবীকে খবর দিলে তিনি এসে সকালে তিনটি ইনজেকশন, সন্ধ্যায় আরও তিনটি ইনজেকশন আবার এর পরের দিন আরও তিনটি ইনজেকশন দিলে গরু আরো বেশী অসুস্থ হয়ে পড়ে। গরুর অবস্থার অবনতি হলে হাবিব কুতুবী গরুর অবস্থা দেখে পালিয়ে যায়।

এ অভিযোগের ভিত্তিতে তদন্তের জন্য সহকারী কমিশনার (ভূমি) কে দায়িত্ব দিলে তিনি ২৫ দিন পর আমাকে ডেকে গরুর বদলে ছাগল দেওয়ার কথা বলছেন। আমি এর বিচার চাই।

কুতুবদিয়া সহকারী কমিশনার ভূমি  মুঠোফোন রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

উপজেলা প্রাণী সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা মোঃ শাহাব উদ্দীন জানান, হাবিব ডাক্তার না। তবে প্রাথমিক ভাবে ইনজেকশন দেয়, ড্রেসিং করা এসব ছোটকাট কাজ করতে পারে। গরু মরে যাওয়ার বিষয়টি আমরা ক্ষতিপূরণের মাধ্যমে সমাধান করার চেষ্টা করছি।

এবিষয়ে অভিযুক্ত হাবিবের সাথে ভুল চিকিৎসায় গরুর মৃত্যু হওয়ার কথা জানতে চাইলে ক্ষিপ্ত হয়ে প্রতিবেদককে দেখে নেওয়ার হুমকি দেন।