আব্দুস সালাম,টেকনাফ(কক্সবাজার):
কক্সবাজারের টেকনাফের সাবরাং ঝাউবাগান এলাকা থেকে ৬ হাজার ৫শ’ পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা।

রবিবার রাতে টেকনাফের সাবরাং মেরিন ড্রাইভ সংলগ্ন ঝাউবাগান এলাকা থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয়।

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার (বিএন) এসএম তাহসিন রহমান গণমাধ্যমকে এসব তথ্য
নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিসি স্টেশন টেকনাফ কতৃক টেকনাফ থানাধীন সাবরাং মেরিন ড্রাইভ সংলগ্ন ঝাউবাগান এলাকায় একটি বিশেষ অভিযান পরিচানা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকায় কোস্টগার্ডের সদস্য একটি সাদা রংয়ের বস্তা দেখতে পায়। বস্তাটি উদ্ধার করে বস্তার ভেতরে ৬টি লোহার বার পাওয়া যায়। এসময় ঝাউবাগানের আশপাশে তল্লাশী করে আরও ৯টি লোহার বার উদ্ধার করা হয়।
পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে লোহার বার গুলো কেটে এর ভিতরে অভিনব কায়দায় লুকানো ৬ হাজার ৫ শ পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ইয়াবাগুলো পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।