মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :

চট্টগ্রাম শহরের পাহাড়তলী কলেজের গণিত বিভাগের সাবেক সহযোগী অধ্যাপক, কক্সবাজারের চকরিয়ার কৈয়ারবিল এর নাজেমুল হক আর নেই। বুধবার ১৬ আগস্ট ভোর সাড়ে ৫টার দিকে চট্টগ্রামের বাসায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি–রাজেউন)।

চট্টগ্রামস্থ কক্সবাজার সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক, চুরাশিয়ান অধ্যাপক
মঈন উদ্দিন আহমেদ এ তথ্য জানিয়েছেন।

মরহুম অধ্যাপক নাজেমুল হক কক্সবাজারস্থ চট্টগ্রাম সমিতির সাবেক সাধারণ সম্পাদক এবং কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয়ের ৭১ ব্যাচের ছাত্র ছিলেন।

মরহুম অধ্যাপক নাজমুল হকের প্রথম নামাজে জানাজা বুধবার সকাল ১১ টায় পাহাড়তলী কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে বলে অধ্যাপক মঈন উদ্দিন আহমেদ জানিয়েছেন। দ্বিতীয় নামাজে জানাজা মরহুমের নিজবাড়ী চকরিয়ার কৈয়ারবিলে বুধবার আছরের নামাজের পর অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।

Spread the love