আব্দুস সালাম,টেকনাফ:
কক্সবাজারের টেকনাফে কোস্ট ফাউন্ডেশন উদ্যোগে ইউনিসেফ এর অর্থায়নে সোশ্যাল হাব এবং মাল্টিপারপাস সেন্টারের যুব ও কিশোর-কিশোরীদের অংশগ্রহণে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫অক্টোবর) বেলা ১১ টার দিকে টেকনাফ পাইলট উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে কাস্ট ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এবং ইউনিসেফ এর অর্থায়নে সোশ্যাল হাব এবং মাল্টিপারপাস সেন্টারের যুব ও কিশোর-কিশোরীদের অংশগ্রহণে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন. উপজেলা চেয়ারম্যান নুরুল আলম, বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস-চেয়ারম্যান তাহেরা আকতার মিলি,উপজেলা আওয়ামীলীগের সাধরন সম্পাদক ও পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি নুরুল বশর,ইউনিসেফ এর প্রোগ্রাম অফিসার নুসরাত সুমাইয়া,উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাঈদ মোহাম্মদ এমরান হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মঞ্জুর আলম, টেকনাফ মডেল থানার উপ-পরিদর্শক নুরে আলম, পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাশিরাম দে। কক্সবাজার কোস্ট ফাউন্ডেশনের প্রকল্প সমন্বয়কারী ফারজানা জয়নাব বিথীর সঞ্চালনায় বক্তব্য রাখেন, কোস্ট ফাইন্ডেশনের টেকনাফ-উখিয়ার টিম লিডার মোঃ রেজাউল করিম,টেকনাফ ইনচার্জ জিয়াউল করিম,টেকনাফ সাংবাদিক ইউনিটির সাধারণ সম্পাদক নুরুল হোসাইনসহ শিক্ষার্থীরা। গৃহীত বিভিন্ন প্রকল্পের প্রেজেন্টেশন করেন. মনিটরিং এন্ড ইভালুয়েশন অফিসার আকতার হুসাইন। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়াকর্মীরা।
কিশোর-কিশোরীদের ও যুবকদের অংশগ্রহণে অতিথিরা মাদকমুক্ত সমাজ গঠনে তাদের শপথ বাক্য পাঠ করান।
টেকনাফে কোস্ট ফাউন্ডেশনের উদ্যোগে যুব সম্মেলন অনুষ্ঠিত
পড়া যাবে: [rt_reading_time] মিনিটে
