নিজস্ব প্রতিবেদক:
টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ কোনারপাড়া এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে ছুরিকাঘাতে বৃদ্ধ নুরুল হক নিহত হয়। সেই ঘটনায়  ৯ নভেম্বর মঙ্গলবার নিহতের ছেলে শামশুল হক বাদি হয়ে মো. হোসন প্রকাশ পুতুইন্নার ছেলে ইয়াছিনকে প্রধান আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলা রুজু হওয়ার খবর পেয়ে  আসামীরা ধরাছোঁয়ার বাইরে থেকে মামলার বাদীকে  বিভিন্ন ভাবে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বাদী জীবনের নিরাপত্তাহীনতায় ভূগছেন বলে দাবি করেন।
মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ৮ নভেম্বর সন্ধ্যার দিকে খেলাধুলার ঘটনাকে কেন্দ্র করে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করা হয় টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপ কোনা পাড়া এলাকার পেটান আলীর পুত্র মো. নুরুল হককে। আর এই হত্যাকান্ডে একই এলাকার মোহাম্মদ হোসন প্রকাশ পুতুইন্নার ছেলে শীর্ষ মাদক কারবারি মো. ইয়াছিন প্রকাশ মার্কিনের নাতির নেতৃত্বে একদল চিহ্নিত সন্ত্রাসীরা। আর হত্যার মূল আসামীরা এখনো ধরা ছোঁয়ার বাইরে। এছাড়া আসামীরা মামলার বাদী শামশুল হককে প্রতিনিয়ত হত্যা, এলাকা ছাড়া ও বিভিন্ন মামলায় জড়ানোর হুমকি দিচ্ছে। বিভিন্ন মহলের মাধ্যমে মামলার আপোষ দিতে চাপপ্রয়োগ করছে। এদিকে প্রতিনিয়ত হুমকি ও হয়রানির প্রেক্ষিতে বাদী শামশুল হকের পরিবারের লোকজন জীবনের নিরাপত্তা হীনতা ভোগছেন।
স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, আসামীদের বিরুদ্ধে হত্যা মামলার পাশাপাশি ইয়াবা, মারামারিসহ আরো বেশ কয়েকটি মামলা রয়েছে। এছাড়া মামলার প্রধান আসামী ইয়াছিন, হুকুম দাতা আলী হোসনের বিরুদ্ধে ইয়াবা পাচার ও প্রভাব খাটিয়ে নিরীহ মানুষের জমি দখল সহ নানান অভিযোগ রয়েছে। এদিকে অব্যাহত হুমকির কারণে বাদীর স্বাভাবিক জীবন-যাপন ব্যাহত হচ্ছে জানিয়ে শামশুল হক বলেন, আসামীদের প্রতিনিয়ত প্রাণনাশের হুমকিতে আমি দিশেহারা হয়ে গেছি। তাই প্রশাসনের কাছে আমি ও আমার পরিবারের সকলের সার্বিক নিরাপত্তা দাবি করছি।