নিজস্ব প্রতিবেদক
ঢাকায় মহাসমাবেশে গিয়ে মহেশখালী উপজেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের ৭ নেতাকর্মী আটক হয়েছেন।
তারা হলেন, উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ও ধলঘাটা বিএনপির আহবায়ক নুরুল আলম পুতু, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক রিয়াদ মোহাম্মদ আরাফাত হোসেন, উপজেলা শ্রমিকদলের সহ-সভাপতি মোহাম্মদ আবুল কাশেম, ধলঘাটা বিএনপির যুগ্ম আহবায়ক নাজেম উদ্দিন, মাতারবাড়ী ছাত্রদলের সভাপতি আতিক উল্লাহ, যুবদল নেতা বোরহান মানিক ও ছাত্রদল নেতা আশিকুর রহমান তুষার।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকায় অবস্থানরত মহেশখালী উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ও শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিউল আলম শফি।
তিনি বলেন, ২৭ জুলাই ঢাকা মহাসমাবেশে যোগদানের উদ্দেশ্যে মশকারী থেকে ঢাকায় পৌঁছে সাতজন নেতাকর্মী। ২৬ জুলাই দুপুর ১২টায় গুলশানের একটি আবাসিক হোটেলে অবস্থানকালে তাদের আটক করে গুলশান থানা পুলিশের একটি টিম।
২০২২ সালের একটি বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখিয়ে বৃহস্পতিবার (২৭জুলাই) তাদেরকে ঢাকা মেট্রোপলিটন আদালতের প্রেরণ করে পুলিশ। বিচারক তাদের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।