মুহাম্মদ আবু সিদ্দিক ওসমানী :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো: এনামুর রহমান এমপি একদিনের সংক্ষিপ্ত সফরে কক্সবাজার এসেছেন।
বৃহস্পতিবার ২৬ অক্টোবর সকাল সাড়ে ১১ টায় বিমানযোগে তিনি কক্সবাজার পৌঁছালে কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আশেক উল্লাহ রফিক, কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, কক্সবাজার জেলা প্রশাসনের উর্ধতন কর্মকর্তা, আরআরআরসি অফিসের কর্মকর্তারা তাঁকে স্বাগত জানান। প্রতিমন্ত্রী ডা. মো: এনামুর রহমান কক্সবাজার এসেই শহরে ‘হামুন’ এ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরে তিনি খুরুস্কুলে ‘হামুন’ এ ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।
বৃহস্পতিবার দুপুর আড়াইটায় তিনি মহেশখালীতে হামনু এ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন এবং বিকেল ৫ টায় কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ও সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে সভায় মিলিত হবেন। একইদিন সন্ধ্যা ৬ টায় প্রতিমন্ত্রী ডা. মো: এনামুর রহমান একদিনের সংক্ষিপ্ত সফর শেষে বিমানযোগে কক্সবাজার ত্যাগ করবেন বলে প্রতিমন্ত্রীর একান্ত সচিব মো: হুমায়ন কবির (উপসচিব) প্রেরিত সফরসূচিতে উল্লেখ রয়েছে।