নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের সর্ববৃহৎ শুঁটকিপল্লী নাজিরারটেকে সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রকল্প (এসইপি)এর বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেন কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক রেজাউল করিম চৌধুরী।
গত ২২ আগস্ট পরিদর্শনে গিয়ে তিনি নিরাপদ ও বিষমুক্ত শুঁটকি উৎপাদনে কোস্ট ফাউন্ডেশনের এসইপি প্রকল্পের মাধ্যমে বাস্তবায়নাধীন ফিশ ড্রায়ার টেকনোলজি, মাঁচা প্রযুক্তি, পাবলিক টয়লেট স্থাপন, গভীর টিউবওয়েল স্থাপন ও শুঁটকি খলার মহিলা শ্রমিকদের জন্য স্থাপিত বিশ্রামাগার ও মাতৃদুগ্ধপান সেন্টার ও বর্জ্য ব্যবস্থাপনা নির্মাণ এবং ইকো-ট্যুরিজম সাইট দেখেন।
এছাড়া কোস্ট ফাউন্ডেশন এসইপি প্রকল্পের ক্ষুদ্র-উদ্যোক্তা জাতীয় মৎস্য পুরষ্কার-২০২১ প্রাপ্ত শাহ আমানত ট্রেডার্সের স্বত্বাধিকারী মো.আমান উল্লাহ এবং জেলা মৎস্য পুরষ্কার-২০২২ প্রাপ্ত উদ্যোক্তা মো. জিহাদের শুঁটকি খলা ও নিরাপদ শুঁটকি উৎপাদন প্রক্রিয়া পরিদর্শন করেন।
তিনি তাদেরকে অভিবাদন জানান এবং নাজিরারটেকের অন্যান্য শুঁটকি উৎপাদনকারীরাও অণুপ্রাণিত হয়ে নিরাপদ ও বিষমুক্ত শুঁটকি উৎপাদন করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় স্থানীয় কাউন্সিলর এসআইএম আকতার কামাল আজাদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
নাজিরারটেক শুঁটকিপল্লী পরিদর্শনে কোস্ট ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক
