আব্দুস সালাম, টেকনাফ:
টেকনাফ উপজেলার নাফ ট্যুরিজম পার্ক এলাকা থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে কাটাবনিয়া খালের উত্তরে নাফ ট্যুরিজম পার্ক এলাকায় স্থানীয়রা মরদেহটি দেখতে পায়।
তবে নিহতের নাম-পরিচয় এখনও জানা যায়নি। তবে তার আনুমানিক বয়স ২৭ বছর।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ওসি মোহাম্মদ জোবায়ের সৈয়দ।
তিনি জানান, মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
ওসি জানান, মরদেহে পচন ধরেছে। চেহারা বিকৃত হওয়ায় তার পরিচয় শনাক্ত করা যায়নি।
তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে, সপ্তাহখানেক আগে তাকে হত্যা করে এখানে ফেলে যান দুর্বৃত্তরা।
ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।