প্রেস বিজ্ঞপ্তি:
রামু উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বন বিহারের অধ্যক্ষ ও বিহারের নব রূপকার, বৌদ্ধ ধর্মীয় গুরু প্রয়াত ভদন্ত সারমিত্র মহাথের’র পেটিকাবদ্ধ অনুষ্ঠান সোমবার, (২৫ এপ্রিল) অনুষ্ঠিত হবে।
ভদন্ত সারমিত্র মহাথের, মৈত্রী প্রদীপ প্রয়াত ভদন্ত প্রজ্ঞামিত্র মহাথের মহোদয়ের সুযোগ্য উত্তরসূরি ও প্রথম শিষ্য। তিনি রামু প্রজ্ঞামিত্র ভিক্ষু সমিতির সভাপতি, রামু আর্য্যবংশ ভিক্ষু সংস্থার ঊর্ধ্বতন সহ-সভাপতি, বাগ্মীপ্রবর, বিচিত্র ধর্মকথিক, সম্প্রীতি বান্ধব একজন বৌদ্ধ ভিক্ষু ছিলেন।
উক্ত মহতী পূণ্যময় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলাদেশের বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু, একুশে পদকপ্রাপ্ত,মহামান্য সংঘরাজ, ভদন্ত ড. জ্ঞানশ্রী মহাথের।
এতে মান্যবর উপ-সংঘরাজ, বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার সম্মানিত সভাপতি- সাধারণ সম্পাদক, প্রাজ্ঞ ভিক্ষুসংঘ, কক্সবাজার-৩(সদর-রামু-ঈদগাঁও) আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল, দেশ বরেণ্য ভিক্ষুসংঘ, জেলা-উপজেলার রাজনৈতিক, প্রশাসনিক, ধর্মীয়, সামাজিক, নেতৃবৃন্দ সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
উক্ত শোকময় পূণ্যানুষ্ঠানে জাতি ধর্ম নির্বিশেষে সকলের উপস্থিতি ও সহযোগীতা কামনা করেছে উত্তর মিঠাছড়ি প্রজ্ঞামিত্র বনবিহার পরিচালনা কমিটি ও উত্তর মিঠাছড়ি গ্রামবাসি।
প্রয়াত ভদন্ত সারমিত্র মহাথের’র পেটিকাবদ্ধ অনুষ্ঠান সোমবার
